ঢাকা | শনিবার, ২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

সোমালিয়ায় বোমা হামলায় নিহত ১০

আল আমিন | প্রকাশিত: ৫ জানুয়ারী ২০২৩ ০৫:০৭

আল আমিন
প্রকাশিত: ৫ জানুয়ারী ২০২৩ ০৫:০৭

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: সোমালিয়ায় জোড়া গাড়িবোমা হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। দেশটির হিরান অঞ্চলে এ হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আল শাবাব।

দেশটির সরকারের মিত্র একটি মিলিশিয়া বাহিনী জানান, বুধবার স্থানীয় সময় সকালে দুটি বড় বিস্ফোরণ হয়। অনেক বাড়ি মাটির সঙ্গে মিশে গেছে। বেসামরিক, সেনা ও মাকাউইজলের যোদ্ধাসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন।

মাহাস জেলার কমিশনার মুমিন মোহাম্মদ হেলেন রাষ্ট্রীয় রেডিওকে জানিয়েছেন, বোমাগুলোর একটির লক্ষ্য ছিল তার বাড়ি, অন্যটি আঘাত হানে কেন্দ্রীয় এক আইনপ্রণেতার বাড়িতে।

এদিকে হামলার দায় স্বীকার করে আল শাবাবের মিডিয়া কার্যালয় এক বিবৃতিতে বলেছে, ‘ধর্ম বিসর্জনকারী মিলিশিয়া ও সেনারা’ তাদের হামলার লক্ষ্য ছিল।

আল কায়েদার সহযোগী সংগঠন আল শাবাব ২০০৭ সাল থেকে সোমালিয়া সরকারের বিরুদ্ধে বিদ্রোহ চালাচ্ছে। গত বছর সরকারি বাহিনী এবং ম্যাকাউইসলি নামে পরিচিত মিত্র গোষ্ঠী মিলিশিয়াদের প্রচেষ্টায় জঙ্গি গোষ্ঠীটিকে হিরান থেকে বিতাড়িত করা হয়েছিল, কিন্তু আক্রমণ চালিয়ে যাচ্ছে। সূত্র: রয়টার্স

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: