ঢাকা | শুক্রবার, ২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

দোনবাসে যুদ্ধ পরিস্থিতি বেশ জটিল হয়ে উঠেছে : জেলেনস্কি

আল আমিন | প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২২ ০৪:২৯

আল আমিন
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২২ ০৪:২৯

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, পূর্বাঞ্চলের দোনবাসে যুদ্ধ পরিস্থিতি বেশ জটিল হয়ে উঠেছে।

এ ছাড়া ইউক্রেন সরকারের পক্ষ থেকে গতকাল জানানো হয়েছে, দেশটির লুহানস্ক ও দোনেৎস্কের বিভিন্ন এলাকায় রাশিয়ার সঙ্গে জোরদার যুদ্ধ চলছে। এ ছাড়া যুদ্ধক্ষেত্রে আন্তর্জাতিক আইন অমান্যের অভিযোগ তুলে রাশিয়াকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদ থেকে সরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন জেলেনস্কি।

ইউক্রেনের জাতীয় জীবনে চলতি সপ্তাহ ‘খুবই গুরুত্বপূর্ণ’ বলেও মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট।

বুধবার টেলিগ্রাম বার্তায় ইউক্রেনের এই প্রেসিডেন্ট বলেন, আমরা আগামী বছরে পদার্পণ করছি। আমাদেরকে অবশ্যই জাতীয় লক্ষ্য সম্পর্কে সাধারণ বোঝাপড়া থাকতে হবে।

জেলেনস্কি বলেন, অবশ্যই সেই লক্ষ্য হলো- ‘শত্রুর থেকে আমাদের মাতৃভূমিকে মুক্ত করা, আমাদের জনগণকে ঘরে ফেরানো।’

এদিকে, ইউক্রেনের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ইউক্রেনে দুটি ক্ষেপণাস্ত্র ও ৪৪টি রকেট ছুড়েছে রুশ বাহিনী। এসব হামলায় বাখমুত ও আভদিভকায় বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।

রুশ হামলার জেরে ইউক্রেনের প্রায় ৯০ লাখ মানুষ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সূত্র: আল জাজিরা


বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: