ঢাকা | রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

অং সান সু চি-কে মুক্তি দেওয়া হোক: জাতিসংঘ

আল আমিন | প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২২ ০৭:০৪

আল আমিন
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২২ ০৭:০৪

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক:   মিয়ানমানের গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী অং সান সু চি-কে জেল থেকে মুক্তি দেওয়ার পক্ষে প্রস্তাব পাশ হলো জাতিসংঘের নিরাপত্তা পরিষদে। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

প্রতিবেদনে বলা হয়, প্রস্তাবে মিয়ানমার সামরিক জান্তা সরকারের কাছে সু চি এবং সে দেশের সাবেক প্রেসিডেন্ট উইন মাইন্তসহ সব রাজনৈতিক বন্দিকে মুক্তি দেওয়ার আবেদন জানানো হয়েছে।

গত বছর ফেব্রুয়ারিতে অভ্যুত্থান ঘটিয়ে মিয়ানমার সেনা সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসিকে ক্ষমতাচ্যুত করেছিল। তার পর থেকেই নোবেল শান্তি পুরস্কার জয়ী নেত্রী এবং তার সঙ্গীরা জেলবন্দি।

এর পর দুর্নীতি, জনরোষে মদত দেওয়া, কোভিড বিধি ভেঙে নির্বাচনী প্রচার চালানোর মতো একাধিক অভিযোগে সু চিকে দফায় দফায় বিভিন্ন মেয়াদের জেলের সাজা দিয়েছে মিয়ানমারের জান্তা সরকার নিয়ন্ত্রিত আদালত।


বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: