
অর্থনীতি ডেস্ক : বিশ্বের প্রায় ৫০টিরও বেশি গরিব দেশ দেউলিয়া হওয়ার ঝুঁকিতে রয়েছে। কপ-২৭ জলবায়ু সম্মেলনে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রধান আচিম স্টেইনার এই আশঙ্কার কথা প্রকাশ করেন।
তিনি বলেন, মূল্যস্ফীতি, জ্বালানি সংকট এবং ক্রমবর্ধমান সুদের হারে টালমাটাল এসব দেশের অর্থনীতি। মূলত সেসব কারণেই দেউলিয়া হওয়ার ঝুঁকিতে রয়েছে এই রাষ্ট্রগুলো। তিনি বলেন, ধনী দেশগুলোর সহায়তা ছাড়া এসব রাষ্ট্র হয়তো আর ঘুরে দাঁড়াতে পারবে না।
ইউএনডিপি প্রধান বলেন, দারিদ্র ঘোচাতে না পারলে জলবায়ু সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নিতে পারবে না গরিব দেশগুলো। তাই অতিসত্ত্বর পদক্ষেপ নেয়া দরকার।
জাতিসংঘের এ জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ঋণ খেলাপির ঝুঁকির বিষয়টি জলবায়ু মোকাবিলার ওপরও মারাত্মক প্রভাব ফেলবে। এ সংক্রান্ত সমস্যা আরো জটিল করে তুলবে।
আপনার মূল্যবান মতামত দিন: