ঢাকা | শুক্রবার, ২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ইউক্রেনে গুরুত্বপূর্ণ ৫ প্রতিষ্ঠান রাষ্ট্রায়ত্তের ঘোষণা

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ৮ নভেম্বর ২০২২ ১৮:২৮

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ৮ নভেম্বর ২০২২ ১৮:২৮

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : জরুরি পরিস্থিতিতে বেশ কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান অধিগ্রহণের ঘোষণা দিয়েছে ইউক্রেন সরকার। কৌশলগত গুরুত্বপূর্ণ ৫টি প্রতিষ্ঠান রাষ্ট্রায়ত্তের কথা জানিয়েছে দেশটির প্রতিরক্ষামন্ত্রী। সামরিক বাহিনীর প্রয়োজনীয় সরবরাহ নিশ্চিতে এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে কিয়েভ।

সোমবার (৭ নভেম্বর) সংবাদ সম্মেলনে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকোভ জানান, আপাতত রাষ্ট্রায়ত্ত করা হবে কৌশলগত গুরুত্বপূর্ণ ৫টি প্রতিষ্ঠান। এগুলোর মধ্যে একটি ইঞ্জিন প্রস্তুতকারক ও চারটি জ্বালানি বিষয়ক কোম্পানি। এসব প্রতিষ্ঠান অস্ত্রসহ সামরিক যন্ত্রপাতি তৈরি ও জ্বালানি সরবরাহে কাজ করে। এগুলোর পরিচালনায় রয়েছেন দেশের শীর্ষ কয়েকজন ধনী ব্যবসায়ী।

ওলেকসি রেজনিকোভ বলেন, যুদ্ধকালীন বিশেষ আইনের আওতায় কোম্পানিগুলোর সিংহভাগ শেয়ারের অধিকারী হবে সরকার। এখন থেকে এসব প্রতিষ্ঠানে সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা উৎপাদন ও কার্যক্রম চলবে।

প্রসঙ্গত, গত ফেব্রুয়ারিতে রুশ আগ্রাসন শুরুর পরপরই মার্শাল ল’ জারি হয় ইউক্রেনে।



আপনার মূল্যবান মতামত দিন: