ঢাকা | রবিবার, ৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

গিনিতে সড়ক দুর্ঘটনায় ২২ জন নিহত

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ৮ নভেম্বর ২০২২ ১৭:৪৮

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ৮ নভেম্বর ২০২২ ১৭:৪৮

সড়ক দুর্ঘটনা

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এতে অন্তত ২২ জন নিহতের খবর পাওয়া গেছে, তাদের অধিকাংশই স্কুল-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

রবিবার (৬ নভেম্বর) গিনির চতুর্থ বৃহত্তম শহর কিন্ডিয়ার কাছে এই দুর্ঘটনাটি ঘটে। খবর সিনহুয়ার।

জানা গেছে, বাসটি রাজধানী কোনাক্রি থেকে দক্ষিণ-পশ্চিমের ফারানাহর দিকে যাচ্ছিল। এসময় অপর একটি বাসকে ওভারটেক করতে গিয়ে বাসটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এ দুর্ঘটনায় স্কুল-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ফাওলি সৌমাহ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, বেহাল রাস্তা এবং বেপরোয়া গাড়ি চালানোর কারণে গিনিতে প্রায়শই এমন দুর্ঘটনা ঘটে। গত সেপ্টেম্বরেও মিনিবাস দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়।



আপনার মূল্যবান মতামত দিন: