ঢাকা | বৃহঃস্পতিবার, ১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের ১৭ জন নিহত

আল আমিন | প্রকাশিত: ১০ অক্টোবর ২০২২ ০১:১৩

আল আমিন
প্রকাশিত: ১০ অক্টোবর ২০২২ ০১:১৩

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শিল্প শহর জাপোরিঝিয়ায় রুশ ক্ষেপণাস্ত্র হামলায় এক শিশুসহ অন্তত ১৭ জন নিহত হয়েছে। শনিবার ইউক্রেনের কর্তৃপক্ষ এমনটাই দাবি করেছে। খবর দ্য গার্ডিয়ানের।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার ভোরে জাপোরিঝিয়া শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়। শহরের কেন্দ্রে তিনটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে।

ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবা টেলিগ্রামে বলেছে, মোট ১৭ জন নিহত হয়েছে। তাদের মধ্যে এক শিশুও রয়েছে।
বৃহস্পতিবার হামলার পর প্রথমে একজনের মৃত্যুর খবর প্রকাশ করা হয়েছিল। পরে নিহতের সংখ্যা বাড়তে থাকে।
গতকাল সকাল নাগাদ এ সংখ্যা ১৪-তে দাঁড়ায়। এখন এ সংখ্যা বেড়ে ১৭-তে দাঁড়িয়েছে।

ক্ষেপণাস্ত্র হামলায় শহরের প্রধান সড়কের পাশের একটি পাঁচতলা আবাসিক ভবন গুঁড়িয়ে অনেকটা মাটির সঙ্গে মিশে গেছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক টেলিগ্রাম পোস্টে বলেছেন, জাপোরিঝিয়াকে নিশানা করে প্রতিদিনই ব্যাপক হামলা করা হচ্ছে। এটা ইচ্ছাকৃত অপরাধ।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়ান সৈন্যরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের প্রথম দেশ হিসেবে রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল, আকাশ ও সমুদ্রপথে ইউক্রেনে এই হামলা শুরু করে।

ইউক্রেনে রাশিয়া সেনা অভিযান শুরুর পর থেকেই পোল্যান্ডসহ প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিতে শুরু করে লাখ লাখ ইউক্রেনীয়।

এদিকে ন্যাটো প্রধান বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে দেশ রক্ষায় ইউক্রেন কঠিন মূল্য দিচ্ছে। রাশিয়াও ব্যাপক হতাহতের শিকার হচ্ছে। সূত্র: সিএনএন, আল-জাজিরা।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: