ঢাকা | শুক্রবার, ২ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

খাদ্যাভাবে প্রতি ৪ সেকেন্ডে মৃত্যু এক জনের

আল আমিন | প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২২ ০৪:০৫

আল আমিন
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২২ ০৪:০৫

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ব জুড়ে শুধু খাদ্যের অভাবেই প্রতি ৪ সেকেন্ডে মৃত্যু এক জন মানুষ মৃত্যুবরণ করছেন বলে জাতিসংঘের কাছে একটি প্রতিবেদন পেশ করেছে ৭৫টি দেশের ২৩৮টি স্বেচ্ছাসেবী সংগঠন। জাতিসংঘের ৭৭তম সাধারণ সভায় তারা এই প্রতিবেদন প্রকাশ করেন।

স্বেচ্ছাসেবীদের প্রতিবেদনে বলা হয় প্রতিদিন ১৯ হাজার ৭০০ জন মানুষ ক্ষুধায় মারা যায়। এই মুহূর্তে বিশ্বের ৩৪.৫ কোটি মানুষ তীব্র খাদ্যসংটে ভুগছেন। খাদের কিনারে দাঁড়িয়ে ৪৫টি দেশের আরও ৫ কোটি বাসিন্দা। বিশেষ করে ২০১৯ সালের পর খাদ্যসংটে ভুগতে থাকা মানুষের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে

ইয়েমেনের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কর্তা মোহানা আহমেদ আলি এলজাবালি বলেন, কোনও একটা দেশ বা একটা মহাদেশের সমস্যা নয় এটা। দুর্ভিক্ষ কোনও একটা কারণে হয় না। মানবতার প্রতি অবিচারই এর আসল কারণ।

এদিকে বিশেষজ্ঞেরা বলছেন, সমস্যার শিকড়ে গেলে খাদ্যসংটের হাজারটা কারণ দেখা যাবে। দারিদ্র, সামাজিক অন্যায়, লিঙ্গবৈষম্য, কৃষিক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং তার পাশাপাশি মহামারি, রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের মতো সাম্প্রতিক কারণগুলি যথেষ্ট গুরুত্বপূর্ণ। মুদ্রাস্ফীতির মতো অর্থনৈতিক কারণে নিত্যপণ্যের দাম ক্রমশ বাড়ছে। ফলে সঙ্কটও বাড়ছে।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: