ঢাকা | শনিবার, ৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

বড় বিপদে বিশ্ব, জাতিসংঘ মহাসচিবের সতর্কতা

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২২ ২২:৩৭

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২২ ২২:৩৭

ছবি : সংগৃহীত

বিদেশবার্তা ডেস্ক : সংঘাত, জলবায়ু বিপর্যয়, ক্রমবর্ধমান দারিদ্র্যতা ও অসমতায় বিশ্ব বড় বিপদে; জাতিসংঘের সাধারণ অধিবেশন সামনে রেখে সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এক সতর্কতা দিয়েছেন।

জাতিসংঘের ২০৩০-এর লক্ষ্যসমূহ বিশেষ করে অতি দারিদ্র্য বিমোচন, শিশুদের জন্য মানসম্পন্ন শিক্ষা নিশ্চিতকরণ ও লিঙ্গ সমতা বিষয়ক সভায় গুতেরেসে বলেন, ‘আমাদের দীর্ঘ মেয়াদি উন্নয়ন পরিকল্পনাগুলো অগ্রাধিকারের ভিত্তিতে একপাশে রাখতে হবে।’

জাতিসংঘ মহাসচিব গুতেরেস আরও জানান, কিছু বিষয়ে দেরি করার সুযোগ নেই। যেমন শিক্ষা, নারী ও মেয়েদের জন্য সমতা বিধান করা, ব্যাপক স্বাস্থ্য সেব ও জলবায়ু সংকট। তিনি শান্তির জন্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে বিনিয়োগ করার আহ্বানও জানিয়েছেন। সূত্র: ফ্রেঞ্চ টোয়েন্টি ফোর।



আপনার মূল্যবান মতামত দিন: