ঢাকা | বৃহঃস্পতিবার, ১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ইউক্রেনের ৫৬৪ জন বেসামরিক নাগরিক নিহত

আল আমিন | প্রকাশিত: ১২ মার্চ ২০২২ ০৮:০২

আল আমিন
প্রকাশিত: ১২ মার্চ ২০২২ ০৮:০২

জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক: গত ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া রাশিয়ার সামরিক অভিযানের ফলে ইউক্রেনে এ পর্যন্ত ৫৬৪ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

শুক্রবার (১১ মার্চ)  জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা-ওএইচসিএইচআর বলেছে, ১৫ দিনে ৫৬৪ জন বেসামরিক নাগরিক নিহত যাদের মধ্যে ৪১ জনই শিশু।

বিবৃতিতে বলা হয়, ‘নির্বিচার আক্রমণে ইউক্রেনে বেসামরিক নাগরিকরা হতাহত হচ্ছেন। রাশিয়ার সেনারা বিস্তৃত এলাকা জুড়ে বিস্ফোরক জাতীয় অস্ত্র ব্যবহার করছে। মিসাইল, কামান, রকেটের সাথে বিমান হামলাও চালানো হচ্ছে।’

এদিকে কৌশলগতভাবে রাশিয়ার সাথে যুদ্ধে ইউক্রেন জয়ের পথে আছে বলেই দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

তার দাবি, তার দেশ মস্কোর আগ্রাসন মুক্ত হবেই। তবে কবে নাগাদ রাশিয়ার সেনামুক্ত হবে ইউক্রেন সে বিষয়ে নিশ্চয়তা দিতে পারেননি জেলনস্কি।

এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মস্কোর বিরুদ্ধে অবরোধ আরোপের ফলে পাল্টা বিপাকে পড়বে পশ্চিমা দেশগুলো। তবে এই নিষেধাজ্ঞা কাটিয়ে রাশিয়া আবারো শক্তিশালী হয়ে উঠবে বলে জানিয়েছেন পুতিন।

সূত্র: আল জাজিরা


বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: