ঢাকা | মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

তালেবানের শীর্ষ এক ধর্মীয় নেতা নিহত

সেলিম সোহেল | প্রকাশিত: ১২ আগস্ট ২০২২ ১৩:৫১

সেলিম সোহেল
প্রকাশিত: ১২ আগস্ট ২০২২ ১৩:৫১

শেখ রহিমুল্লাহ হাক্কানি

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলে তালেবানের শীর্ষ এক ধর্মীয় নেতা শেখ রহিমুল্লাহ হাক্কানি বোমা হামলায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার কাবুলের একটি সেমিনারিতে হামলাকারী একটি প্লাস্টিকের কৃত্রিম পায়ে লুকিয়ে রাখা বোমার বিস্ফোরণ ঘটালে নিহত হন তিনি।

তালেবানের মুখপাত্র বিলাল করিমি বলেছেন, ‘খুব দুঃখের সাথে জানাচ্ছি যে, সম্মানিত আলেম (শেখ রহিমুল্লাহ হাক্কানি) শত্রুদের হামলায় শহীদ হয়েছেন।’ কে বা কারা এই হামলার জন্য দায়ী তা তাৎক্ষনিকভাবে জানা যায়নি।

তালেবানের  চারটি সূত্র রয়টার্সকে জানিয়েছেন, যিনি হামলা করেছেন তিনি এমন এক ব্যক্তি যে, তিনি আগে তার পা হারিয়েছিলেন এবং একটি প্লাস্টিকের কৃত্রিম পায়ে বিস্ফোরকগুলি লুকিয়ে রেখেছিলেন।

তালেবানের একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, ‘আমরা তদন্ত করছি এই ব্যক্তি কে এবং কারা তাকে শেখ রহিমুল্লাহ হাক্কানির ব্যক্তিগত অফিসে প্রবেশের জন্য এই গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে এসেছিল। এটি আফগানিস্তানের ইসলামিক আমিরাতের জন্য অনেক বড় ক্ষতি।’

 



আপনার মূল্যবান মতামত দিন: