
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে । অভিযানে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী।
তবে ইউক্রেনে হামলার প্রতিবাদে শুরু থেকেই যুদ্ধবিরোধী বিক্ষোভ করছে রাশিয়ার অনেক সাধারণ নাগরিকরা। আর এ বিক্ষোভের কারণে এ পর্যন্ত কয়েক হাজার বিক্ষোভকোরীকে আটক করেছে রাশিয়ার সরকার।
রবিবার রাশিয়াজুড়ে যুদ্ধবিরোধী বিক্ষোভ কর্মসূচি থেকে ৪ হাজার ৩০০ জনকে আটক করা হয়েছে।
ওভিডি-ইনফো নামে একটি মানবাধিকার সংস্থা বলছে, মোট ৫৩টি শহর থেকে বিক্ষোভকারীদের আটক করা হয়েছে। হামলা শুরুর পর থেকে এগারো দিনে দশ হাজারের মতো রাশিয়ানকে আটক করা হয়েছে।
ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর কারাগার থেকে বিরোধী নেতা আলেক্সি নাভালনি জনগণকে যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচির আহ্বান জানান।
সূত্র: রয়টার্স।
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: