ঢাকা | বৃহঃস্পতিবার, ১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

কেনিয়ায় বাস নদীতে পড়ে ২৪ জন নিহত

আল আমিন | প্রকাশিত: ২৬ জুলাই ২০২২ ০১:০২

আল আমিন
প্রকাশিত: ২৬ জুলাই ২০২২ ০১:০২

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: কেনিয়ায় একটি বাস নদীতে পড়ে অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে খবরে বলা হয়।

বাসটি দেশটির মধ্যাঞ্চলের শহর মেরু থেকে নাইরোবী যাওয়ার পথে নিথি নদীর ৪০ মিটার গভীরে পড়ে যায়।

রাষ্ট্রীয় টেলিভিশন কেবিসির খবরে বলা হয়, মেরু শহর থেকে উপকূলীয় এলাকা মোমবাসায় যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

রেডক্রসের কর্মকর্তারা জানিয়েছেন, রাতে উদ্ধার কাজ স্থগিত রাখা হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় দুটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উল্লেখ্য, ব্রিজটিতে একাধিক দুর্ঘটনা ঘটায় একে ‘ব্ল্যাক স্পট’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে।

সূত্র: এপি, ডয়েচে ভেলে

বিদেশ বার্তা/ এএএ

 

 



আপনার মূল্যবান মতামত দিন: