ঢাকা | বৃহঃস্পতিবার, ১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ইউক্রেনের সাথে সম্পর্ক ছিন্ন করেছে সিরিয়া

আল আমিন | প্রকাশিত: ২১ জুলাই ২০২২ ০৭:৪৩

আল আমিন
প্রকাশিত: ২১ জুলাই ২০২২ ০৭:৪৩

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক:  এবার রাশিয়ার মধ্যপ্রাচ্যের অন্যতম মিত্র সিরিয়া ইউক্রেনের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে।

বুধবার এক বিবৃতিতে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পাল্টা পদক্ষেপ হিসেবে ইউক্রেনের সাথে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে সিরিয়া।

নাম প্রকাশ না করে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি কর্মকর্তা রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানাকে বলেছেন, ইউক্রেনের সাথে কূটনৈতিক সম্পর্কশ্ছেদের সিদ্ধান্ত নিয়েছে সিরিয়ান আরব রিপাবলিক। পারস্পরিক নীতিতে অনুসারে এবং ইউক্রেন সরকারের গৃহীত পদক্ষেপের পাল্টা হিসেবে এমন পদক্ষেপ নেয়া হয়েছে।’

গত মাসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছিলেন, রাশিয়াকে সমর্থন করার জন্য সিরিয়ার সাথে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে কিয়েভ।

তিনি আরও বলেছিলেন, ‘এখন থেকে সিরিয়া ও ইউক্রেনের মধ্যে আর কোন সম্পর্ক নেই।’

ইউক্রেনে সেনা অভিযান শুরুর থেকেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি সমর্থন জানিয়ে আসছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ।


বিদেশ বার্তা/ এএএ

 



আপনার মূল্যবান মতামত দিন: