ঢাকা | বৃহঃস্পতিবার, ১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ইউক্রেনে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৮

আল আমিন | প্রকাশিত: ১২ জুলাই ২০২২ ০৩:০৮

আল আমিন
প্রকাশিত: ১২ জুলাই ২০২২ ০৩:০৮

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের দোনেস্কে রকেট হামলার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৮। রাশিয়ার হামলায় চাভিস ইয়ার শহরের পাঁচ তলা একটি ভবন সম্পূর্ণ ধসে পড়লে এই দুর্ঘটনা ঘটে।

শনিবারের ওই হামলা এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইউক্রেনের জরুরি সেবাদাতা প্রতিষ্ঠান।
দোনেস্কের গভর্নর এক টেলিগ্রাম পোস্টে আগেই হামলার কথা জানিয়েছিলেন।

এক ফেসবুক পোস্টে জানানো হয়েছে, ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় ১৮ জন মানুষ মারা গেছেন। ছয়জনকে ধ্বংসস্তুপ থেকে উদ্ধার করা হয়েছে।

গভর্নর পাভলো কিরিলেঙ্কো জানান, শনিবার সন্ধ্যায় চাসিভ ইয়ার শহরের একটি ভবনে ওই হামলা চালানো হয়।

এছাড়াও ধ্বংসস্তুপের ভেতরে থাকা আরও দুই ব্যক্তির সন্ধান পাওয়া গেছে। যদিও এখনও তাদের উদ্ধার করা যায়নি।

সূত্র: আল জাজিরা

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: