
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পুতিন ২০২১ সালের ডিসেম্বর মাসে ভারত সফরে এসেছিলেন। সেই সময় কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই সিদ্ধান্ত কতদূর বাস্তবে প্রয়োগ করা হয়েছে সেব্যাপারেই পর্যালোচনা করেন দুপক্ষ।
ক্রেমলিন প্রেস সার্ভিসের বরাতে রুশ সংবাদমাধ্যম তাস জানিয়েছে, শুক্রবার টেলিফোন আলাপে ভারতের প্রধানমন্ত্রী মোদিকে প্রেসিডেন্ট পুতিন বলেন, রাশিয়ার ওপর কয়েকটি দেশের নিষেধাজ্ঞার কারণে বৈশ্বিক খাদ্য সংকট সৃষ্টি হয়েছে। পুতিন কয়েকটি দেশের পদ্ধতিগত ভুলের বিষয়ে মোদির দৃষ্টি আকর্ষণ করেন।
রুশ প্রেসিডেন্ট গুরুত্ব দিয়ে বলেন, খাদ্যপণ্য, সার ও জ্বালানি উৎপাদন ও সরবরাহে রাশিয়া এখনো নির্ভরযোগ্য দেশ।
ভারতের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধ সমাধানে প্রেসিডেন্ট পুতিনকে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন নরেন্দ্র মোদি।
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: