
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রে স্কুল, হাসপাতাল, গির্জা কিংবা শপিংমলে প্রায়ই বন্দুক হামলার ঘটনা ঘটছে। সম্প্রতি টেক্সাসের একটি স্কুলে বন্দুক হামলায় ১৯ শিশু শিক্ষার্থীসহ ২১ জন নিহত হন।
এমন পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও অন্য স্টাফদের হাতে আগ্নেয়াস্ত্র তথা বন্দুক তুলে দিতে যাচ্ছে দেশটির ওহাইও অঙ্গরাজ্য। রাজ্যটিতে ইতোমধ্যে এ সংক্রান্ত একটি আইন প্রণয়নেরও প্রস্তুতি চলছে।
স্কুলশিক্ষক ও অন্য কর্মীদের ২৪ ঘণ্টার প্রাথমিক প্রশিক্ষণ শেষ করার পরে তাদের হাতে বন্দুক তুলে দেওয়া হবে। এ ক্ষেত্রে শিক্ষকদের ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড চেক করা হবে এবং প্রতি বছর তাদের ৮ ঘণ্টার অতিরিক্ত প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।
আলোচিত বিলটি চলতি সপ্তাহে রিপাবলিকান-নিয়ন্ত্রিত ওহাইও’র সাধারণ পরিষদে পাস হয়।
এই আইনকে যারা সমর্থন করছেন তাদের আশা, আইনটি কার্যকর হলে যুক্তরাষ্ট্রের স্কুলগুলোতে বন্দুক হামলা কমবে। এতে করে প্রাণহানিও কমবে।
ওহাইও অঙ্গরাজ্যের গভর্নর মাইক ডিওয়াইন বলেছেন, শিক্ষকদের হাতে বন্দুক তুলে দেওয়ার এই বিলে তিনি স্বাক্ষর করবেন এবং এটিকে আইনে পরিণত করবেন। রাজনৈতিকভাবে তিনি একজন রিপাবলিকান।
তবে শিক্ষকদের ইউনিয়ন ও অঙ্গরাজ্যটির প্রধান পুলিশ অফিসার ইউনিয়নসহ এই বিলের বিরোধীরা বলেছেন, এটি শিশুদের জন্য স্কুলগুলোকে আরও বিপজ্জনক করে তুলবে।
ওহাইও এডুকেশন অ্যাসোসিয়েশন এবং ওহাইও ফেডারেশন অব টিচার্স একটি যৌথ বিবৃতিতে বিলটিকে ঝুঁকিপূর্ণ দাবি করে বলেছে, বিলটি তাড়াহুড়া করে প্রণয়ন করা হয়েছে।
সূত্র : আল-জাজিরা, রয়টার্স
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: