ঢাকা | রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ইউরোপের ৮৫ কূটনীতিককে বহিষ্কার করল রাশিয়া

আল আমিন | প্রকাশিত: ২০ মে ২০২২ ০২:৩৩

আল আমিন
প্রকাশিত: ২০ মে ২০২২ ০২:৩৩

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক:  এবার পাল্টা ব্যবস্থায় ফ্রান্স, ইতালি ও স্পেনের ৮৫ জন কূটনীতিককে বহিষ্কার করল রাশিয়া।

ইউক্রেনে রাশিয়া সামরিক অভিযান শুরুর পর থেকে ইউরোপীয় দেশগুলো দফায় দফায় রুশ কূটনীতিকদের বহিষ্কার করেছে। এর জবাব দিতেই বুধবার প্রতিশোধমূলক ব্যবস্থা হিসেবে তিন দিশের বিরুদ্ধে এই পদক্ষেপ নিল রাশিয়া।

কূটনীতিক বহিষ্কার প্রশ্নে একটি বিবৃতি দিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, ফ্রান্সের ৩৪ জনকে কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে। রাশিয়া ত্যাগের জন্য তাদের দুই সপ্তাহ সময় দেওয়া হয়েছে।

রাশিয়ায় নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত পিয়েরে লেভিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করে জানিয়ে দিয়েছে, ফ্রান্স থেকে রাশিয়ার ৪১ কূটনীতিককে বহিষ্কার করার বিষয়টি স্পষ্টতই উসকানিমূলক এবং অগ্রহণযোগ্য সিদ্ধান্ত।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় পরে আরও জানায়, স্প্যানিশ দূতাবাসেরও ২৭ কর্মকর্তা-কর্মচারীকেও অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।

আগামী সাত দিনের মধ্যে তাদের রাশিয়া ত্যাগ করতে হবে। রাশিয়ায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত মারকোস গোমেজ মার্টিনেজকে সতর্ক করে বলা হয়েছে, মাদ্রিদ থেকে রাশিয়ার কূটনীতিবিদদের বহিষ্কারের বিষয়টি রাশিয়া-স্পেন সম্পর্কে ভালো ফলাফল বয়ে আনবে না। বিপরীতে স্পেন রাশিয়ার এমন সিদ্ধান্তের সমালোচনা করেছে।

এদিকে, রাশিয়া থেকে ইতালিরও ২৪ কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও বিবৃতি দেওয়া না হলেও ইতালি তাদের কূটনীতিকদের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভাও রাশিয়ার সংবাদমাধ্যমগুলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি রাশিয়ার এই পদক্ষেপকে ‘বৈরী আচরণ’ বলে জানিয়েছেন।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়ান সৈন্যরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের প্রথম দেশ হিসেবে রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল, আকাশ ও সমুদ্রপথে ইউক্রেনে এই হামলা শুরু করে। সূত্র: রয়টার্স, এসএবিসি নিউজ, ফিন্যান্সিয়াল টাইমস, আল-জাজিরা, আল-আরাবিয়া।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: