
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সইগুকে টেলিফোন করেছেন। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণের পর রুশ প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এই প্রথম কথা বললেন। টেলিফোন আলাপে তিনি অবিলম্বে ইউক্রেনে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। খবর: রয়টার্স।
খবরে বলা হয়েছে, ইউক্রেনে আক্রমণের পর লয়েড অস্টিন অনেকবার রুশ প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলার চেষ্টা করেন।কিন্তু রুশ কর্মকর্তারা মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলার আগ্রহ দেখায়নি।
এক বিবৃতিতে পেন্টাগনের মুখপাত্র জন কিরবি জানিয়েছেন, শুক্রবার টেলিফোন আলাপে লয়েড অস্টিন রাশিয়ার সঙ্গে যোগাযোগ ধরে রাখার ওপর গুরুত্ব দেন।
যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা গণমাধ্যমে বলেন, অস্টিন প্রায় ১ ঘণ্টা যাবত রুশ প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। তবে এই সাক্ষাতে সুনির্দিষ্ট কোনো ইস্যুর সমাধান হয়নি কিংবা রাশিয়া ইউক্রেনে যা করছে তার কোনো পরিবর্তন হয়নি।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়ান সৈন্যরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের প্রথম দেশ হিসেবে রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল, আকাশ ও সমুদ্রপথে ইউক্রেনে এই হামলা শুরু করে। কিন্তু কিছু দিন পরই যুদ্ধের লক্ষ্য পরিবর্তন করে রাশিয়া দোনবাস ও দক্ষিণাঞ্চলকে গুরুত্ব দেওয়ার কথা জানায় মস্কো। এর পরই কিয়েভের আশপাশ থেকে সেনা প্রত্যাহার করে নেওয়া হয়।
ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের অফিস জানিয়েছে, রুশ হামলায় এখন পর্যন্ত কয়েক হাজার ইউক্রেনীয় নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও অনেকে। এ সময় বাধ্য হয়ে দেশ ছেড়েছেন ৫৫ লাখেরও বেশি ইউক্রেনীয়। সূত্র: আল-জাজিরা।
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: