
আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে সেনা অভিযানের প্রেক্ষিতে যেসব দেশ রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে, তাদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিতেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি ডিক্রিতে সই করেছেন।
‘অবন্ধুসুলভ’ দেশগুলোর ওপর পাল্টা নিষেধাজ্ঞা দিতেই এই ডিক্রিতে সই করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সূত্র: রয়টার্স।
ডিক্রি অনুযায়ী, মস্কো ওইসব দেশে পণ্য ও কাচামাল রপ্তানি নিষিদ্ধ করতে পারবে। সাথে ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞাও দেয়া যাবে।
এছাড়াও রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে এমন দেশ বা প্রতিষ্ঠানের সাথে লেনদেনও বন্ধ করা যাবে এই ডিক্রিতে।
উল্লেখ্য, ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। এর পর দেশটির রাজধানী কিয়েভসব প্রায় জায়গায় হামলা চালায় রুশ সেনারা। কিন্তু কিছু দিন পরই যুদ্ধের লক্ষ্য পরিবর্তন করে রাশিয়া দোনবাস ও দক্ষিণাঞ্চলকে গুরুত্ব দেওয়ার কথা জানায় মস্কো। এর পরই কিয়েভের আশপাশ থেকে সেনা প্রত্যাহার করে নেওয়া হয়।
ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের অফিস জানিয়েছে, রুশ হামলায় এখন পর্যন্ত কয়েক হাজার ইউক্রেনীয় নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও অনেকে। সূত্র: আল-জাজিরা।
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: