
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার ১৭০ রাজনীতিক ব্যক্তি এবং ৬ প্রতিরক্ষা প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নিউজিল্যান্ড।
খবর: আল-জাজিরা।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে সামরিক অভিযানের জেরে শতাধিক রুশ রাজনীতিক ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নিউজিল্যান্ড। ইউক্রেনের বিরুদ্ধে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান কাজ করেছে বলে অভিযোগ আনা হয়েছে।
নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী নানিয়া মাহুতা ঘোষণা করেছেন, এখন পর্যন্ত ৪০০ রুশ নেতা, ধনকুবের এবং তাদের পরিবারের সদ্যদের ওপর নিষেধাজ্ঞা আনা হয়েছে।
নানিয়া মাহুতা জানান, নিষেধাজ্ঞায় তালিকায় থাকা ব্যক্তিদের ‘নিউজিল্যান্ডে কার্যকলাপ চালানো থেকে’ নিষিদ্ধ করবে এবং ইউক্রেনে রাশিয়ার বেআইনি কার্যকলাপের সাথে জড়িতদের জন্য নিউজিল্যান্ডকে আর্থিক নিরাপদ আশ্রয়স্থল হতে বাধা প্রতিরোধ করবে।
উল্লেখ্য, ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। এর পর দেশটির রাজধানী কিয়েভসব প্রায় জায়গায় হামলা চালায় রুশ সেনারা। কিন্তু কিছু দিন পরই যুদ্ধের লক্ষ্য পরিবর্তন করে রাশিয়া দোনবাস ও দক্ষিণাঞ্চলকে গুরুত্ব দেওয়ার কথা জানায় মস্কো। এর পরই কিয়েভের আশপাশ থেকে সেনা প্রত্যাহার করে নেওয়া হয়।
ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের অফিস জানিয়েছে, রুশ হামলায় এখন পর্যন্ত অসংখ্য ইউক্রেনীয় নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে অনেকে।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, রাশিয়ার সেনা অভিযানের পর থেকে এ পর্যন্ত ইউক্রেন ছেড়েছে প্রায় ৫৫ লাখ মানুষ। সূত্র: আল-জাজিরা।
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: