
আন্তর্জাতিক ডেস্ক: গত শুক্রবার গেল দুই বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে বেশি ছিল রুবলের দাম। এ দিন এক ডলার বিপরীতে পাওয়া গেছে ৬৮ রুবল। মার্চ মাসে যে বিনিময় মূল্য ছিল এর দ্বিগুণ। ৭ মার্চ এক ডলারে বিপরীতে পাওয়া যেত ১৩৫ রুবল। খবর: সিএনএন।
সিএনএনের খবর বলছে, নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন পশ্চিমা দেশে রাশিয়ার সম্পদের একটা বড় অংশ আটকা পড়েছে। সেই জব্দ হওয়া অর্থে হাত না দিয়ে বিকল্প উপায়ে বৈদেশিক খরচ মেটাতে রাশিয়া রুবলে তেল ও গ্যাস বিক্রির ঘোষণা দেয়। আর এমন ঘোষণার পরই গেল দুই মাসে অনেকটা বেড়েছে রুবলের চাহিদা। ফলে রুবল ও ডলারের মূল্যমানের পার্থক্য দেখা গেছে।
সূত্র: সিএনএন
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। বিগত ৬৭ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। এরি মধ্যে ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের অফিস জানিয়েছে, রুশ হামলায় এখন পর্যন্ত অসংখ্য ইউক্রেনীয় নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে অনেকে।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, রাশিয়ার সেনা অভিযানের পর থেকে এ পর্যন্ত ইউক্রেন ছেড়েছে প্রায় ৪৫ লাখ মানুষ। সূত্র : রয়টার্স।
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: