
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রুস সতর্ক করে বলেছেন, রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ ১০ বছর পর্যন্ত চলতে পারে। বুধবার (২৭ এপ্রিল) তিনি এ সতর্কতা দেন।
লিজ ট্রুস বলেন, ‘পুতিন যদি এবার সফল হন তবে তা ভবিষ্যত ইউরোপের জন্য হবে চরম দুর্দশার। গোটা বিশ্বের জন্যই এটা ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে। আমরা আর কখনও নিরাপদ অনুভব করতে পারবো না।’
পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রুস তার বক্তব্যে পুতিনকে বেপরোয়া হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, ‘যুক্তরাজ্য ও তার মিত্রদের দ্রুততার সাথে ইউক্রেন থেকে রুশ বাহিনীকে তাড়িয়ে রাশিয়ায় পাঠানো উচিত।’
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাশিয়ার আগ্রাসন থেকে বাঁচতে পশ্চিমাদের ইউক্রেনকে আরও বেশি সাহায্য করা উচিত।
তিনি আরও বলেন, ‘ভারী অস্ত্র, ট্যাংক, বিমান--আমাদের উদ্ভাবন আরও গভীর করতে হবে, উৎপাদনও বাড়াতে হবে। আমাদের এর সবই করা প্রয়োজন।’সূত্র: ডেইলি মেইল।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। বিগত ৬১ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। এরি মধ্যে ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের অফিস জানিয়েছে, রুশ হামলায় এখন পর্যন্ত অসংখ্য ইউক্রেনীয় নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে অনেকে।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, রাশিয়ার সেনা অভিযানের পর থেকে এ পর্যন্ত ইউক্রেন ছেড়েছে প্রায় ৪৫ লাখ মানুষ।
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: