ঢাকা | বৃহঃস্পতিবার, ৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

সৌদিআরবে কর্মক্ষেত্রে এক বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধার মর্মান্তিক মৃত্যু

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ৬ মে ২০২৩ ১৭:০৩

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ৬ মে ২০২৩ ১৭:০৩

ফাইল ছবি

সৌদিআরব থেকে : সৌদিআরবের রাজধানী রিয়াদের আল খারিজ অঞ্চলের আদদিলাম নামক স্থানে কাজ করা অবস্থায় ছিটকে পড়া লোহার পাতের আঘাতে হাবিবুর রহমান খালাসি নামে এক সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত হাবিবুর রহমান খালাসি ফরিদপুর জেলার ভাঙ্গা থানার কাওলিপাড়া ইউনিয়নের পরান গ্রামের নুরুল হক খালাসির সন্তান।

তথ্যে জানা যায়, প্রতিদিনের মত দৈনন্দিন কাজে রিয়াদ হতে কাজ নিয়ে আল খারিজ আদদিলাম নামক স্থানে এসেছিলেন হাবিবুর রহমান খালাসি এবং তার সহকর্মীরা। পুরনো বিল্ডিং স্ক্রাব হিসেবে কিনে তা ভাঙ্গার জন্য হাবিবুর রহমানদেরকে ভাড়া করে আনা হয়। বিল্ডিং ভাঙ্গতে গিয়ে দুপুর আনুমানিক দুইটার দিকে আকস্মিক লোহার এক ভারী পাত ছিটকে এসে হাবিবুর রহমানের মাথায় সরাসরি আঘাত করে। এতে করে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই হাবিবুর রহমানের মৃত্যু হয়। নিহত হাবিবুর রহমান খালাসি প্রায় ৪ বছর ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন।

হাবিবুরের মৃত্যুর সংবাদে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

হাবিবুরের বন্ধু এবং সহকর্মীরা জানিয়েছেন, হাবিবুরের লাশ বাংলাদেশে প্রেরণ করার আর্থিক সচ্ছলতা তাদের নেই। হাবিবুরের মরদেহ স্থানীয় দিলাম হাসপাতালের হিমঘরে সংরক্ষিত করে রাখা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: