ঢাকা | সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

সৌদি আরবে প্লাম্বারের কাজ করতে গিয়ে বিষাক্ত গ্যাসে বাংলাদেশির মৃত্যু

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২২ ২২:১৩

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২২ ২২:১৩

ছবি : সংগৃহীত

সৌদি আরব : সৌদি আরবের ইয়াম্বুল শহরে প্বাম্বারের কাজ করতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে মোঃ মাজেদ (২৬) নামে একজন প্রবাসী বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু হয়েছে। মৃত মো: মাজেদ (২৬) জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার বাসস্ট্যান্ড এলাকার আমিনুর মন্ডলের সন্তান।

জানা যায়, প্রায় দেড় বছর আগে জীবিকা নির্বাহের তাগিদে মাজেদ সৌদি আরবে পাড়ি জমান। সেখানে সে প্লাম্বারের কাজ অর্থাৎ স্যানিটারি টেকনিশিয়ান হিসেবে কাজ করতেন।

তথ্য সূত্রে জানা যায়, ঘটনার দিন ইয়াম্বুল শহরের মাটির নিচ দিয়ে চলে যাওয়া পুরনো গ্যাসের পাইপ লাইনটি মেরামতের এর কাজ করছিলেন মাজেদ। এসময় পাইপ লিকেজ হয়ে বিষাক্ত গ্যাস তার নাকে মুখে ঢুকে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এদিকে মাজেদের মৃত্যুর সংবাদ পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

 



আপনার মূল্যবান মতামত দিন: