ঢাকা | বৃহঃস্পতিবার, ৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

তুরস্কের ক্ষতিগ্রস্ত এলাকা বিনির্মাণে শ্রমিক পাঠাতে চায় বাংলাদেশ

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ০৩:৫৫

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ০৩:৫৫

ছবি : সংগৃহীত

বিদেশবার্তা ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, প্রবল ভূমিকম্পে তুরস্কের ক্ষতিগ্রস্ত এলাকা বিনির্মাণে শ্রমিক পাঠাতে চায় বাংলাদেশ। বিষয়টি তুরস্ককে জানানো হয়েছে বলে জানান তিনি।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকালে সিলেট নগরীতে ‘বাংলাদেশে প্রাণিসম্পদ খাত : সমস্যা ও সম্ভাবনা’ বিষয়ক সাংবাদিকদের এক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন পররাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য দেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে উদ্ধার কাজে সহায়তার জন্য যেসব দল ইতোমধ্যে তুরস্কে আছে তাদের আরও কিছু সময় সেখানে রাখার অনুরোধ করেছে তুরষ্ক। বাংলাদেশ এতে রাজি হয়েছে।

এছাড়া ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ২৫ বাংলাদেশি শিক্ষার্থীকেও বাংলাদেশের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেয়া হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।



আপনার মূল্যবান মতামত দিন: