ঢাকা | বৃহঃস্পতিবার, ৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

গাজায় নিহতের সংখ্যা ৪ হাজার ৬’শ ছাড়িয়েছে

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৩ ১১:১৭

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৩ ১১:১৭

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: অবরুদ্ধ গাজা উপত্যকায় নির্বিচার হামলা এখনও অব্যাহত রেখেছে ইসরায়েল। গেলো ২৪ ঘণ্টায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬’শর কাছাকাছি। চলমান আগ্রাসনে গুরুতর আহত সাড়ে ১৫ হাজারের বেশি ফিলিস্তিনি। রোববার (২২ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের সংবাদমাধ্যম আনাদুলু এজেন্সি।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় হিসেবে, মোট প্রাণহানির তালিকায় রয়েছে প্রায় ১৯ শ’ শিশু। তাছাড়া, নির্বিচার হামলায় প্রাণ গেছে এক হাজার ১ শ’র মতো নারীর। এদিকে, হামাসের হামলায় ১,৪০০ এরও বেশি ইসরায়েলি নিহত হয়।

এর আগে, শনিবার(২১ অক্টোবর) মিশর থেকে একটি ত্রাণবাহী ট্রাক গাজা উপত্যকায় প্রবেশ করতে শুরু করে। এসব ট্রাকে ওষুধ, চিকিৎসা সামগ্রী ও সীমিত পরিমাণে ক্যানজাত খাবার রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: