ঢাকা | শনিবার, ২ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ওয়াশিংটনে সঙ্গীত উৎসবে বন্দুক হামলা, নিহত ২

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১৯ জুন ২০২৩ ১২:৪৫

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১৯ জুন ২০২৩ ১২:৪৫

ছবি সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : ওয়াশিংটনের একটি সঙ্গীত উৎসবে বন্দুক হামলায় ২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৩ জন।

পুলিশ জানিয়েছে, বন্দুকধারী জনাকীর্ণ জায়গাটি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। শনিবার রাত সাড়ে আটটার দিকে এই বন্দুক হামলার ঘটনা ঘটে।

ইলেক্ট্রনিক ডান্স ফেস্টিভালে যোগ দিতে জর্জ অ্যাম্ফিথিয়েটার এলাকায় শত শত মানুষ জড়ো হয়েছিল।

হামলাকারীকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশের সাথে বন্দুকযুদ্ধে হামলাকারীও গুলিবিদ্ধ হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে তার সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।

পুলিশ জানিয়েছে, বন্দুক হামলার পরও সঙ্গীত অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়নি। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সূত্র: এপি।



আপনার মূল্যবান মতামত দিন: