ঢাকা | মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

অভিযোগ ‘হাস্যকর ও ভিত্তিহীন’ : দাবি ট্রাম্পের

আল আমিন | প্রকাশিত: ১১ জুন ২০২৩ ২২:১১

আল আমিন
প্রকাশিত: ১১ জুন ২০২৩ ২২:১১

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপন নথি ব্যক্তিগত জিম্মায় রাখাসহ ৩৭টি অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগকে ‘হাস্যকর ও ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন ট্রাম্প।

শনিবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দু'টি প্রচারণায় ট্রাম্প বলেন, এই অভিযোগের অর্থ হলো ‘দুর্নীতিগ্রস্ত’ এফবিআই এবং বিচার বিভাগের ‘নির্বাচনে হস্তক্ষেপ’।

এসময় তিনি অভিযোগের কথা অস্বীকার করেছেন।

জর্জিয়ায় রিপাবলিকান পার্টির প্রথম নির্বাচনী প্রচারণায় ট্রাম্প বলেন, ‘তারা প্রতারণা করছে, তারা দুর্নীতিগ্রস্ত। এই অপরাধীদের পুরস্কৃত করা যাবে না। তাদের অবশ্যই পরাজিত করা উচিত।’

ট্রাম্প এসব অভিযোগকে ‘দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক প্রতিষ্ঠান দ্বারা একটি প্রতারণা’ বলে অভিহিত করেছেন। তিনি এটিকে ‘তামাশা’ এবং ‘বিচারের প্রতারণা’ হিসেবেও বর্ণনা করেছেন।

সাবেক এই প্রেসিডেন্টের অভিযোগ, তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। তিনি বলেন, ২০২৪ সালের নির্বাচন থেকে দূরে রাখতে তার বিরুদ্ধে প্রশাসন ও বিচার বিভাগকে ব্যবহার করা হচ্ছে। ২০২০ সালের মতো আগামী নির্বাচনেও বিজয়ী হওয়ার আশা প্রকাশ করেন ট্রাম্প।


বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: