ঢাকা | মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

যুক্তরাষ্ট্রের মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ঘে সবাই নিহত

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২২ ২১:২০

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২২ ২১:২০

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের কলোরাডোতে মাঝ আকাশে দুটি ছোট বিমানের মধ্যে সংঘর্ষে বিমান দুটিতে থাকা ৩ আরোহীর সবাই নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে সেখানকার স্থানীয় পুলিশ।

শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালের দিকে ডেনভারের ৩০ মাইল উত্তরে বোল্ডার কাউন্টির ওপরে বিমান দুটির সংঘর্ষ হয়।

রয়টার্সের খবরে বলা হয়, সংঘর্ষের পর একটি খোলা মাঠের দুটি আলাদা জায়গায় আছড়ে পড়ে বিমান দুটি।

বোল্ডার কাউন্টির শেরিফের কার্যালয় এক বিবৃতিতে জানায়, স্থানীয় সময় ৮.৫০ মিনিটের দিকে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পুলিশ মাঝ আকাশে বিমানের সংঘর্ষ নিয়ে একাধিক ফোন পায়। যে দুটি বিমানের মধ্যে সংঘর্ষ হয়েছে, তার একটি সেসনা ১৭২, অন্যটি সোনেক্স জেনোস।

কোম্পানির ওয়েবসাইটে বলা হয়েছে, সোনেক্স জেনোস অ্যালুমিনিয়ামের হালকা বিমান, বাড়িতেই এটি বানানো যায়। সেসনা ১৭২ স্কাইহক এক ইঞ্জিনবিশিষ্ট ছোট বিমান, যাতে আসন মাত্র ৪টি।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্ট সেইফটি বোর্ড জানায়, কী কারণে সংঘর্ষ হয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।



আপনার মূল্যবান মতামত দিন: