ঢাকা | বৃহঃস্পতিবার, ৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

লিগ টেবিলের শীর্ষে ওঠার পথে বাংলাদেশ

বিদেশ বার্তা | প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২২ ০০:২৫

বিদেশ বার্তা
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২২ ০০:২৫

বাংলাদেশ দল


ইংল্যান্ডকে টপকে আইসিসি মেনস ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগ টেবিলের শীর্ষে ওঠে আসবে বাংলাদেশ, আর এর জন্য দরকার আর একটি ম্যাচে জয়। আপাতত আফগানিস্তানকে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে হারিয়ে ব্রিটিশদের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছেন বাংলাদেশ। আর তিন ম্যাচের সিরিজ জয় নিশ্চিত করলেই বাংলাদেশ আইসিসি সুপার লিগ টেবিলের শীর্ষে ওঠে যাবে।

১৩ ম্যাচে ৯টি জয়সহ ৯০ পয়েন্ট বাংলাদেশের সংগ্রহে রয়েছে। এখন লিগ টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে। ইংল্যান্ড এক নম্বরে রয়েছে ১৫ ম্যাচে ৯৫ পয়েন্ট নিয়ে। টেবিলের তিন নম্বরে ১২ ম্যাচে ৭৯ পয়েন্ট রয়েছে ভারত।

আয়ারল্যান্ড (১৮ ম্যাচে ৬৮) ও শ্রীলঙ্কা (১৮ ম্যাচে ৬২) রয়েছে পয়েন্ট টেবিলের যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে। আফগানিস্তানের সামনে সুযোগ ছিল এই ম্যাচ জিতে একযোগে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডকে টপকে চার নম্বরে উঠে আসার। তারা সিরিজের প্রথম ম্যাচ হেরে বসায় ৬ নম্বরেই থেকে যায়। আফগানদের সংগ্রহে রয়েছে আপাতত ৭ ম্যাচে ৬০ পয়েন্ট।



আপনার মূল্যবান মতামত দিন: