ঢাকা | বৃহঃস্পতিবার, ৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

হুমকির প্রতিক্রিয়ায় ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান

বিদেশ বার্তা | প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২২ ২২:০১

বিদেশ বার্তা
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২২ ২২:০১

রুশ অভিযান


রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন ইউক্রেনের পূর্বাঞ্চলের ডামবাজ অঞ্চলে নাগরিকদের রক্ষার জন্যই সামরিক অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন । খবর এপির।

পুতিন টেলিভিশনে দেওয়া এক ভাষণে বলেন, ইউক্রেন থেকে আসা হুমকির প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে ইউক্রেন দখল করার কোনো ইচ্ছা রাশিয়ার নেই।

রুশ প্রেসিডেন্ট পুতিন বলেন, এই ঘটনায় কোনো রক্তপাত হলে, তার দায় ইউক্রেনীয় সরকারের।
এদিকে তিনি অন্যান্য দেশকেও সতর্ক করে বলেন, রুশ কর্মকাণ্ডে হস্তক্ষেপ করলে এমন পদক্ষেপ নেওয়া হবে, যা তারা কখনো দেখেনি।

পুতিনের অভিযোগ, ইউক্রেনকে ন্যাটোতে যোগদান থেকে বিরত রাখার জন্য রাশিয়ার দাবি উপেক্ষা করছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা।

প্রেসিডেন্ট বলেন, যে সব ইউক্রেনীয় সেনাসদস্যরা অস্ত্র রেখে দেবে তারা নিরাপদে যুদ্ধের অঞ্চল ছেড়ে যেতে সক্ষম হবে।

 



আপনার মূল্যবান মতামত দিন: