
আন্তর্জাতিক ডেস্ক : তোশাখানা মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করেছে তার দল পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ (পিটিআই)।
সোমবার দলটির পক্ষ থেকে সুপ্রিম কোর্টে আপিল করা হয়।
পিটিআই বলছে, ইমরান খান ন্যায়বিচার পাননি। এই মামলায় আবারও শুনানি হোক।
রাষ্ট্রীয় উপহার কেনাবেচা দুর্নীতি মামলায় গত শনিবার তিন বছরের সাজা হয় ইমরান খানের। ওই দিনই লাহোরের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে তাকে ইসলামাবাদের কাছে অ্যাটক জেলার একটি কারাগারে রাখা হয়েছে। যদিও ইমরান অভিযোগ অস্বীকার করে বলেছেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। সূত্র: জিও টিভি।
আপনার মূল্যবান মতামত দিন: