
আন্তর্জাতিক ডেস্ক : সরকারবিরোধী লংমার্চ চলাকালীন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খান। তার ওপর চালানো বন্দুক হামলার জন্য সন্দেহভাজন তিন জনকে দায়ী করেছেন তিনি। ওই তিনজন হলেন- পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ এবং সেনা কর্মকর্তা মেজর জেনারেল ফয়সাল।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) পাকিস্তান তেহরিক-ই ইনসাফ’র মহাসচিব আসাদ ওমর ইমরান খানের বরাতে এক ভিডিও বার্তায় এ দাবি করেছেন।
তিনি বলেন, ইমরান খান একটু আগে আমাকে ও মিয়া আসলাম ইকবালকে ডেকে নিয়ে নির্দেশ দিয়েছেন- জাতির উদ্দেশে তিনি যে বার্তা দিতে চান, আমরা যেন তা আপনাদের কাছে পৌঁছে দিই।’
আসাদ ওমর বলেন, ‘আমাদের চেয়ারম্যান বলেছেন, হামলা যে হতে পারে এমন তথ্য তিনি আগেই পেয়েছিলেন এবং তার বিশ্বাস, ৩ জন ব্যক্তি এই হামলার সঙ্গে সংশ্লিষ্ট। এই তিন ব্যক্তি হলেন- শেহবাজ শরিফ, রানা সানাউল্লাহ ও মেজর জেনারেল ফয়সাল।’
তিনি আরো বলেছেন, ‘পিটিআই অবিলম্বে এই ৩ জনের পদত্যাগ চায়। যদি তা না হয়, সেক্ষেত্রে দেশজুড়ে আন্দোলন গড়ে তোলা হবে।’
উল্লেখ্য, ইমরান খানের ওপর হামলার ঘটনার পর থেকেই দেশজুড়ে প্রতিবাদে নেমেছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ’র (পিটিআই) নেতা-কর্মীরা। বৃহস্পতিবার (৩ নভেম্বর) করাচি থেকে ইসলামাবাদ যাওয়ার পথে ওয়াজিরাবাদের গুজরানওয়ালার আল্লাহ হো চকের কাছে ইমরান খানের ওপর গুলি চালানো হয়। এ সময় নেতা-কর্মীরা দিগ্বিদিক ছোটাছুটি ও হুড়োহুড়ি করে।
আপনার মূল্যবান মতামত দিন: