ঢাকা | শুক্রবার, ২ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ঢাকায় আসছেন থাই ডেপুটি পার্মানেন্ট সেক্রেটারি

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২২ ২০:৪১

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২২ ২০:৪১

ছবি : সংগৃহীত

বিদেশবার্তা ডেস্ক : ঢাকায় আসছেন থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি পার্মানেন্ট সেক্রেটারি সারুন চারুয়েনসুয়ান।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের আমন্ত্রণে বাংলাদেশ ও থাইল্যান্ডের দ্বি-পাক্ষিক সম্পর্কের ৫০ বছর উদযাপন উপলক্ষে থাই ডেপুটি পার্মানেন্ট সেক্রেটারি ঢাকায় আসবেন। তার সফরের চূড়ান্ত তারিখ নিয়ে আলোচনা চলছে। সফরটি এ মাসের শেষের দিকে এবং দুই দিনের হতে পারে। তার সফরে চলতি বছরে ফেব্রুয়ারিতে ব্যাংককে অনুষ্ঠিত দ্বিতীয় ফরেন অফিস কনসালটেশনে (এফওসি) যেসব বিষয়ে নিয়ে আলোচনা হয়েছে সেগুলোর ফলোআপ থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।

সূত্র আরো জানায়, থাই ডেপুটি পার্মানেন্ট সেক্রেটারির সফরে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর ওপর জোর দেবে উভয়পক্ষ। এ ক্ষেত্রে মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) প্রসঙ্গ আলোচনায় থাকতে পারে। এছাড়া, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুও আলোচনায় উঠে আসার সম্ভাবনা রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: