ঢাকা | শুক্রবার, ২ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

পাকিস্তানে বাসে আগুন ধরে নিহত ১৭

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২২ ০০:২৫

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২২ ০০:২৫

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের দক্ষিণাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্তরা বাড়ি ফেরার সময় একটি বাসে আগুন ধরে অন্তত ১৭ জন নিহত হয়েছে।

বুধবার (১২ অক্টোবর) দিবাগত রাতে সিন্ধু প্রদেশের এম-৯ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এটি বন্দর শহর করাচিকে হায়দ্রাবাদ ও জামশোরো শহরের সঙ্গে সংযোগকারী একটি মহাসড়ক।

পাকিস্তানের সংসদীয় স্বাস্থ্য সচিব সিরাজ কাসিম সুমরো গণমাধ্যমকে বলেন, দুর্ঘটনায় এ পর্যন্ত ১৭ জন যাত্রীর মৃত্যু হয়েছে, আহত ১০ জনকে উদ্ধার করার পর চিকিৎসা দিয়েছে উদ্ধারকারী দলগুলো। বাসটিতে প্রায় ৩৫ জনের মতো যাত্রী ছিল।

জামশোরো জেলা প্রশাসক আসিফ জামিল রয়টার্সকে বলেন, যারা বাসে করে যাচ্ছিলেন তারা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ। তাদেরকে মহাসড়কের আশপাশে বিভিন্ন জায়গায় স্থানান্তর করা হয়েছিল এবং তারা দাদু জেলায় নিজেদের বাড়ি ফিরছিল। এজন্য তারা নিজেরা গাড়ি ভাড়া করছিলেন।

পুলিশ জানিয়েছে, বাসটির পেছনের অংশে আগুন লাগার পর তা পুরো বাসে ছড়িয়ে পড়ে। আগুন থেকে বাঁচতে কিছু যাত্রী বাসটি থেকে লাফিয়ে পড়েছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: