ঢাকা | শুক্রবার, ২ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

গরুর সাথে ধাক্কা লেগে ভারতের সর্বাধুনিক প্রযুক্তির ট্রেন ক্ষতিগ্রস্ত

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ৮ অক্টোবর ২০২২ ২২:০১

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ৮ অক্টোবর ২০২২ ২২:০১

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : গরুর সাথে ধাক্কায় ভারতের সর্বাধুনিক প্রযুক্তির ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস ক্ষতিগ্রস্ত হয়েছে।

গুজরাটের আনন্দ স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে।

ব্রুট ইনডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, চলন্ত অবস্থায় ট্রেনটির সামনে একটি গরু চলে আসলে ট্রেনটি সেটিকে ধাক্কা দেয়। এতে ট্রেনের সামনের অংশ ভেঙে যায়।

কর্তৃপক্ষ জানায়, ট্রেনটি গান্ধিনগর থেকে মুম্বাইয়ের দিকে যাচ্ছিল। সে সময় একটি গরু চলে আসে ট্রেনের সামনে। এসময় গরুর সাথে ধাক্কা খেয়ে খুলে যায় ট্রেনের কোচের সামনের একটি অংশ। পরে মেরামতের পর আবারো রওয়ানা হয় ট্রেনটি।

বৃহস্পতিবার মহিষের পালের সাথে ধাক্কা লাগে বন্দে ভারত এক্সপ্রেসের আরো একটি ট্রেনের। গেল ৩০ সেপ্টেম্বর উদ্বোধন করা হয় অত্যাধুনিক প্রযুক্তির এই ট্রেন সার্ভিস।



আপনার মূল্যবান মতামত দিন: