ঢাকা | বৃহঃস্পতিবার, ১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

শ্রীলঙ্কাকে ৪ কোটি ডলার সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

আল আমিন | প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২২ ০৫:২০

আল আমিন
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২২ ০৫:২০

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক:  নজিরবিহীন অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত শ্রীলঙ্কাকে আরও ৪ কোটি ডলার সাহায্যের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

গতকাল শনিবার রাজধানী কলম্বোর বাইরে স্থানীয় কৃষক প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতের পর এ ঘোষণা দেন ইউএস এইডের প্রশাসক সামান্থা পাওয়ার।

তার মতে, ঘোষিত ৪ কোটি ডলার অন্তত ১০ লাখ কৃষককে পরবর্তী কৃষি মৌসুমে সাহায্য করবে।

কৃষি মৌসুমে সার ও অন্যান্য উপকরণ কেনার জন্য এই অর্থ দিচ্ছে যুক্তরাষ্ট্র। এর আগে নিম্ন আয় কৃষকদের জন্য ৬০ লাখ ডলার সহায়তার ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র।

বৈদেশিক মুদ্রার সংকটের কারণে শ্রীলঙ্কায় খাদ্য, জ্বালানি ও ওষুধপত্রের মতো নিত্য প্রয়োজনীয় পণ্য দুষ্প্রাপ্য হয়ে উঠছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেয়া তথ্য মতে, শ্রীলঙ্কার ৩০ শতাংশ অর্থাৎ ৬০ লাখ মানুষ খাদ্য সংকটে ভুগছে।


বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: