ঢাকা | সোমবার, ৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

চীনে ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প, নিহত ৭

আল আমিন | প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২২ ০৩:৪০

আল আমিন
প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২২ ০৩:৪০

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক:  চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলে সোমবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ৬ দশমিক ৬ মাত্রার এই ভূমিকম্পে অন্তত সাতজন নিহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মার্কিন ভূতাত্তিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, সিচুয়ান প্রদেশের কাংডিং শহরের প্রায় ৪৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ভূপৃষ্টের ১০ কিলোমিটার গভীরে স্থানীয় সময় দুপুর ১টার দিকে ভূমিকম্পটি আঘাত হানে।

পাঁচ শতাধিক উদ্ধারকর্মীকে কেন্দ্রস্থলে পাঠানো হয়েছে বলে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিজিটিএন জানিয়েছে। তাছাড়া আশপাশের এলাকায় বেশ কিছু আফটারশক রেকর্ড করা হয়েছে।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, প্রাথমিক সমীক্ষায় দেখা গেছে, সিচুয়ান প্রদেশের বেশ কয়েকটি শহরে পাহাড়ের ভূমিধসের কারণে আবাসনের গুরুতর ক্ষতি হয়েছে। এতে কিছু এলাকায় টেলিযোগাযোগ লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে।

বিদেশ বার্ত্/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: