ঢাকা | বৃহঃস্পতিবার, ১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২৯ জুলাই ২০২২ ২১:৩১

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২৯ জুলাই ২০২২ ২১:৩১

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজস্থানের বারমারে মিগ-২১ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। তাদের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে ভারতীয় বিমানবাহিনী।

বৃহস্পতিবার (২৮ জুলাই) রাতে প্রশিক্ষণকালীন উড্ডয়নের সময় এ দুর্ঘটনা ঘটে। খবর: এনডিটিভি।

ভারতের বিমানবাহিনী এক বিবৃতিতে জানায়, দুই আসনের মিগ-২১ প্রশিক্ষণ বিমানটি সন্ধ্যায় উতরলাই বিমানঘাঁটি থেকে প্রশিক্ষণের অংশ হিসেবে উড্ডয়ন করে। রাত ৯টা ১০ মিনিটের দিকে বারমারের কাছে বিমানটি দুর্ঘটনায় পড়ে।

সোভিয়েত আমলের এক ইঞ্জিনের মাল্টিরোল ফাইটার ও গ্রাউন্ড অ্যাটাক যুদ্ধবিমান মিগ-২১। এক সময় এই যুদ্ধবিমানই ছিল ভারতীয় বিমানবাহিনীর মূল শক্তি।

এই যুদ্ধবিমানগুলোর নিরাপদ উড্ডয়নের ইতিহাস তেমন ভালো নয়। আগামী দশকে এই বিমানগুলোকে অবসরে পাঠানো হতে পারে। আধুনিক বিভিন্ন যুদ্ধবিমান সেগুলোর জায়গায় যুক্ত হবে।

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে ভারতের বিমান বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: