ঢাকা | বৃহঃস্পতিবার, ১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

পাকিস্তানের প্রধানমন্ত্রীর ছেলেকে লাখ টাকা জরিমানা

আল আমিন | প্রকাশিত: ২৬ মে ২০২২ ০৫:৪৯

আল আমিন
প্রকাশিত: ২৬ মে ২০২২ ০৫:৪৯

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: পিএমএলএনের নেতা হামজা সম্প্রতি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়ে শপথ নিয়ে দায়িত্ব পালন করছেন। এদিকে লাহোর হাইকোর্ট পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ছেলে ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হামজা শাহবাজকে এক লাখ রুপি জরিমানা করা হয়েছে। খবর:ডন।

আজ বুধবার (২৫ মে) পিটিআইয়ের লংমার্চকে কেন্দ্র করে উত্তেজনা তুঙ্গে তখন এ ঘটনা ঘটলো।

ডন জানিয়েছে, তার ওই নির্বাচনকে চ্যালেঞ্জ করে আদালতে আবেদন করা হয়েছে। এর প্রেক্ষিতে জবাব চেয়ে হামজা শাহবাজ, পাঞ্জাবের মুখ্য সচিব, প্রাদেশিক পরিষদের ডেপুটি স্পিকার সরদার দোস্ত মোহাম্মদ মাজারি, পাঞ্জাব সরকারের প্রিন্সিপাল সেক্রেটারি এবং প্রাদেশিক পরিষদের সেক্রেটারিকে নোটিশ দিয়েছিল আদালত।

তবে কোনো জবাব না দেয়ার কারণে হামজা শেহবাজ ও পাঞ্জাব সরকার- প্রত্যেককে এক লাখ রুপি করে জরিমানা করেছে আদালত। একইসঙ্গে এই মামলার শুনানি আগামী ৩০শে মে পর্যন্ত মুলতবি করা হয়েছে।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: