ঢাকা | রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ফিলিপাইনে বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

আল আমিন | প্রকাশিত: ৭ মে ২০২২ ০৪:৩৬

আল আমিন
প্রকাশিত: ৭ মে ২০২২ ০৪:৩৬

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক: ফিলিপাইনের রাজধানী ম্যানিলার পাসায় সিটিতে বাংলাদেশি এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে। বৃহ্স্পতিবার (৫ মে) স্থানীয় সময় রাত সাড়ে ৮টায় আনোয়ার হোসেন নামে ওই ব্যবসায়ীকে হত্যা করে দুর্বৃত্তরা।

ফিলিপাইনের পুলিশ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে বলে জানা গেছে।

আনোয়ার হোসেন বাংলাদেশ গার্মেন্টস ট্রেডার্স অ্যাসোসিয়েশন ফিলিপিন্স করপোরেশনের সভাপতি ছিলেন। তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের বিক্রমপুরে।

জানা গেছে, আনোয়ার হোসেন ২৬ বছর আগে ব্যবসার উদ্দেশ্যে বাংলাদেশ থেকে ফিলিপাইনে পাড়ি জমান। উনি ফিলিপাইনে গার্মেন্টস ব্যবসার প্রসার শুরু করেন। বাংলাদেশ থেকে গার্মেন্টস পণ্য নিয়ে সেখানে বিক্রি করতেন তিনি।

আনোয়ার হোসেনের ভাই আবুল হোসেন বলেন, বাংলাদেশি ব্যবসায়ী হিসেবে তার ব্যাপক সুনাম আছে। গতকাল রাতে তাকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে। দূতাবাস থেকে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে। আমার বিশ্বাস, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।’

তিনি বলেন, তার মরদেহ দেশে নিয়ে আসার জন্য চেষ্টা চলছে।‘আমরা এর সুষ্ঠু বিচার চাই।’


বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: