ঢাকা | মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

বাংলাদেশের নির্বাচন অবাধ বা সুষ্ঠু হয়নি: যুক্তরাষ্ট্র

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ৯ জানুয়ারী ২০২৪ ০৭:২৯

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ৯ জানুয়ারী ২০২৪ ০৭:২৯

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ বা সুষ্ঠু হয়নি এমন মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র।

সোমবার (৮ জানুয়ারি) এক বিবৃতিতে এমনটি জানিয়েছে দেশটির পররাষ্ট্র দফতর।

এতে বলা হয়, বিভিন্ন পর্যবেক্ষক সংস্থার সাথে যুক্তরাষ্ট্র একমত যে, নির্বাচন সুষ্ঠু হয়নি। সব দল অংশগ্রহণ না করায় হতাশাও জানায় মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। পাশাপাশি নির্বাচনকে কেন্দ্র করে বিরোধী দলীয় নেতা-কর্মীদের গ্রেফতারে উদ্বেগও জানিয়েছে বাইডেন প্রশাসন।

এছাড়া নির্বাচনকালীন সময়ে এবং এর আগের মাসগুলোতে যেসব সহিংসতার ঘটনা ঘটেছে তার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। এসব সহিংসতার গ্রহণযোগ্য তদন্ত এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি সব দলকে সহিংসতাকে এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে ওয়াশিংটন।



আপনার মূল্যবান মতামত দিন: