ঢাকা | সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

যুক্তরাষ্ট্রে দাবানলে ৩৬ জনের মৃত্যু

আল আমিন | প্রকাশিত: ১১ আগস্ট ২০২৩ ০৪:২০

আল আমিন
প্রকাশিত: ১১ আগস্ট ২০২৩ ০৪:২০

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের দ্বীপ রাজ্য হাওয়াইয়ে দাবানলে পুড়ে অন্তত ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় কয়েক হাজার মানুষ ওই অঞ্চল পরিত্যাগে বাধ্য হয়েছে।

বৃহস্পতিবার (১০ আগস্ট) স্থানীয় সরকার এক বিবৃতিতে জানিয়েছে, অগ্নিনির্বাপণের চেষ্টা অব্যাহত রয়েছে। ইতোমধ্যে ৩৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

জানা যায়, মঙ্গলবার ভোরে মাউই দ্বীপের লাহায়না রিসোর্ট এলাকায় দাবানল জ্বলতে শুরু করে। এতে লাহায়না, এর সমুদ্রবন্দর ও আশপাশের এলাকার ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। দূরবর্তী একটি হারিকেন থেকে বয়ে আসা বাতাস দাবানলের তীব্রতা আরো বাড়িয়ে দিয়েছে।

এ ঘটনায় ওই অঞ্চলের কয়েক হাজার মানুষ পালিয়ে প্রাণে বেঁচেছে। কেউ কেউ তো বাঁচার জন্য সাগরে ঝাঁপিয়ে পড়তে বাধ্য হয়েছে।

দৈনিক হনলুলু-স্টার অ্যাডভ্যাটাইজার সরকারি প্রতিবেদন উদ্ধৃত করে জানিয়েছে, প্রায় ২৭১টি অবকাঠামো ক্ষতিগ্রস্ত অথবা ধ্বংস হয়েছে।

সূত্র : আল জাজিরা

বিদেশ বার্তা/ এএএ

 



আপনার মূল্যবান মতামত দিন: