ঢাকা | বৃহঃস্পতিবার, ৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

কানাডায় দাবানল: ১৫ হাজার বাড়ি খালি করার নির্দেশ

আল আমিন | প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৩ ২৩:০০

আল আমিন
প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৩ ২৩:০০

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : কানাডার ব্রিটিশ কলম্বিয়া রাজ্যে চলমান দাবানলের কারণে ১৫ হাজার ঘরবাড়ি খালি করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। ওই অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে বলা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ওয়েস্ট কেলোনা এলাকায় অনেক বাড়ি পুড়ে গেছে। ওই এলাকায় ৩৬ হাজার বাসিন্দা বসবাস করে। প্রায় আড়াই হাজার বাড়ির বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

গোটা প্রদেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ব্রিটিশ কলম্বিয়ায় শত শত দাবানল এখনো জ্বলছে।
ব্রিটিশ কলম্বিয়া থেকে শুরু করে পূর্বাঞ্চলের কিউবেক পর্যন্ত ভয়াবহ রূপ নিয়ে সব কিছু পুড়ে ছাই করে দিচ্ছে।

সূত্র: বিবিসি

বিদেশ বার্তা/ এএএ

 

 



আপনার মূল্যবান মতামত দিন: