ঢাকা | বৃহঃস্পতিবার, ৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

কানাডায় গোলাগুলিতে বন্দুকধারীসহ ৫ জন নিহত

আল আমিন | প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২২ ০৩:৩৩

আল আমিন
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২২ ০৩:৩৩

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক : কানাডার টরেন্টো রাজ্যের উত্তরে ভুয়াগান শহরে গোলাগুলির ঘটনা ঘটেছে। এত বন্দুকধারীসহ ৫ জন নিহত হয়েছেন। গোলাগুলির বিষয়টি নিশ্চিত করেছে ইয়র্ক অঞ্চলের পুলিশ। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম সিএনএন।

সোমবার এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, এ ঘটনায় অন্য একজনকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আবাসিক এলাকার একটি ভবনের মধ্যে একজন পুরুষ স্যুটার ছিল। গোলাগুলির আগেই সেখানে পুলিশকে ডাকা হয়।

ইয়র্ক পুলিশ প্রধান জেমস ম্যাকসুইন বলেছেন, ‘ভয়াবহ দৃশ্য। তাদের মধ্যে একজন অপরাধী। বাকি পাঁচজন ভুক্তভোগী।’

দ্য গার্ডিয়ান বলছে, কানাডায় ব্যাপক গোলাগুলির ঘটনা খুবই বিরল এবং টরন্টো দীর্ঘকাল ধরে নিজেকে বিশ্বের অন্যতম নিরাপদ বড় শহর হিসেবে বজায় রেখে এসেছে।

 

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: