ঢাকা | বৃহঃস্পতিবার, ৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

বিদেশি শিক্ষার্থীদের কাজ করার অনুমতি দিয়েছে কানাডা

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ৮ অক্টোবর ২০২২ ২১:১২

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ৮ অক্টোবর ২০২২ ২১:১২

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : কানাডার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের কাজের উপর নিয়ন্ত্রণ উঠিয়ে দিয়েছে সরকার। এখন থেকে বিদেশি শিক্ষার্থীরা তাদের ইচ্ছেমতো কাজ করতে পারবে।

শুক্রবার ইমিগ্রেশন ও সিটিজেনশীপ মন্ত্রী শন ফ্রেশার বলেন, ১৫ নভেম্বর থেকে ২০২৩ সালের শেষ পর্যন্ত এই নিয়ম বহাল থাকবে।

এর আগে বিদেশি শিক্ষার্থীরা শিক্ষাবর্ষ চলাকালে ক্যাম্পাসের বাইরে সপ্তাহে সর্বোচ্চ ২০ ঘণ্টা পর্যন্ত কাজ করতে পারতো। এখন আর সেই বিধি নিষেধ থাকছে না। তারা যতো ঘণ্টা খুশি কাজ করতে পারবে।

ইমিগ্রেশন মন্ত্রী বলেন, চাহিদা অনুসারে বিভিন্ন খাতে কর্মী সংকটা কাটানোর পাশাপাশি বিদেশি শিক্ষার্থীদের কানাডীয়ান অভিজ্ঞতার সুযোগ দেবে।

উল্লেখ্য, উত্তর আমেরিকার এই দেশটিতে বর্তমানে ১০ লাখ চাকরির সুযোগ রয়েছে। একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, চলতি বছরের মে মাসে লেবার ফোর্স সার্ভের একটি সমীক্ষায় কানাডায় বর্তমানে নিম্ন বেকারত্বের হারের সাথে উচ্চহারে কর্মসংস্থান খালি থাকার বিষয়টি উল্লেখ করা হয়েছে। সেখানে কানাডার বিভিন্ন সেক্টরে ক্রমবর্ধমান শ্রম ঘাটতির বিষয়টি তুলে আরো বলা হয়েছে, আগামী দিনে আরো বেশি সংখ্যক অভিবাসীকে আমন্ত্রণ জানাতে দেশটি বাধ্য হবে। সূত্র: বিডি প্রতিদিন।



আপনার মূল্যবান মতামত দিন: