ঢাকা | বৃহঃস্পতিবার, ৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

চীনসহ অন্যান্য দেশের হুমকি মোকাবিলায় ক্ষেপণাস্ত্র কিনছে জাপান

আল আমিন | প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৩ ০৬:৩৩

আল আমিন
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৩ ০৬:৩৩

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের কাছ থেকে টমাহক ক্ষেপণাস্ত্র কিনতে যাচ্ছে জাপান। দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা সোমবার এ তথ্য জানিয়ে বলেন, চীনসহ অন্যান্য দেশের হুমকির বিষয়টি মাথায় রেখে দেশের প্রতিরক্ষাব্যবস্থাকে শক্তিশালী করার অংশ হিসেবে এই ক্ষেপণাস্ত্র কেনা হচ্ছে।

টমাহক মাঝারি পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র। ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য এই ক্ষেপণাস্ত্র সব ধরনের আবহাওয়ায় ব্যবহার করা যায়। যুক্তরাষ্ট্রের জেনারেল ডাইন্যামিক্স করপোরেশন ১৯৭০ সালে এটি প্রথম নির্মাণ করে। এটির নকশা করা হয়েছিল স্বল্প উচ্চতায় ব্যবহার উপযোগী মাঝারি থেকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হিসেবে।

নিম্নকক্ষের বাজেট কমিটিকে কিশিদা বলেন, আমাদের ৪০০টি ক্রুজ ক্ষেপণাস্ত্র কেনার পরিকল্পনা আছে।

কিশিদার সরকার চীনের ক্রমবর্ধমান সামরিক শক্তি এবং পারমাণবিক অস্ত্রে সমৃদ্ধ উত্তর কোরিয়ার অপ্রত্যাশিত ক্ষেপণাস্ত্র পরীক্ষার মুখে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে চাইছে। সূত্র: ডয়চে ভেলে

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: