ঢাকা | বৃহঃস্পতিবার, ৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো জাপান

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১৭ মার্চ ২০২২ ২০:৩১

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১৭ মার্চ ২০২২ ২০:৩১

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক : জাপানের উত্তরপূর্বদিকের উপকূলীয় অঞ্চল ফুকুশিমায় শক্তিশালী ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলের রেকর্ড অনুযায়ী এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৩।

রাজধানী টোকিওতেও এই ভূমিকম্পের আঁচ পাওয়া গেছে বলে জানিয়েছে জাপানের সংবাদমাধ্যম এনএইচকে নিউজ চ্যানেল।

দেশটির আবহাওয়া অধিদপ্তর জাপান মেটেরোলজিক্যাল এজেন্সির বরাত দিয়ে এক প্রতিবেদনে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, বুধবার দুপুরের দিকে এই ভূমিকম্প অনুভূত হয়েছে। এই ভূমিকম্পের প্রভাবে সুনামি ঘটতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর।

জাপানভিত্তিক সংবাদমাধ্যম এনএইচকের প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্প এতটাই শক্তিশালী ছিল যে মানুষজন স্থির দাঁড়িয়ে থাকতে পারছিলেন না।

এর আগে ২০১১ সালে এই ফুকুশিমাতেই এ রকম শক্তিশালী এক ভূমিকম্পে সেখানকার পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি ধ্বংস হয়ে গিয়েছিল।



আপনার মূল্যবান মতামত দিন: