ঢাকা | বৃহঃস্পতিবার, ১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

মারা গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদির মা

আল আমিন | প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২২ ১৯:১৯

আল আমিন
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২২ ১৯:১৯

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদির মা হীরাবেন মারা গেছেন। তার বয়স হয়েছিল ১০০ বছর।

শুক্রবার (২৯ ডিসেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন হীরাবেন। আমেদাবাদের উদ্দেশে রওনা দিয়েছেন নরেন্দ্র মোদি।

এ খবর নিজেই টুইট করে জানিয়েছেন নরেন্দ্রে মোদি।

শুক্রবার (৩০ ডিসেম্বর) টুইটে প্রধানমন্ত্রী লিখেছেন, সুন্দর একটি শতাব্দী শেষে ভগবানের চরণে বিশ্রাম নিতে গিয়েছেন মা। মায়ের মধ্যে সবসময় আমি ত্রিমূর্তি দেখতে পেয়েছি। যার মধ্যে ছিল এক জন সাধুর যাত্রা, একজন কর্মযোগীর প্রতীক এবং মূল্যবোধের প্রতি দায়বদ্ধতা। এ ভাবেই তিনি জীবন কাটিয়ে দিয়েছেন।

মোদি আরও লিখেছেন, শততম জন্মদিনে যখন মায়ের সঙ্গে দেখা করেছিলাম তখন তিনি বলেছিলেন, কাজ করো বুদ্ধি দিয়ে এবং জীবন যাপন করো শুদ্ধ ভাবে।

 

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: